এ কেমন প্রকৃতি,
এ কেমন অনুভূতি?
উচ্ছ্বাস নেই!
ভিন্নতা নেই!
আনন্দ নেই!
বেদনা নেই!
এ কেমন দেহ?
পুরোটা জুড়েই শোকাবহ!
প্রাণ নেই!
চাঞ্চল্য নেই!
গতি নেই!
শক্তি নেই!
চলছে এ কেমন মেলা?
চারিদিকে শুধু হিংস্রতার খেলা!
দয়া নেই!
মায়া নেই!
প্রতিবাদ নেই!
প্রতিদান নেই!
এ কেমন সম্পর্ক?
পুরোটা জড়িয়েই বিতর্ক!
আবেগ নেই!
অনুভূতি নেই!
প্রেম নেই!
ভালোবাসা নেই!
তবে কি সব হয়ে গেলো নিস্তব্ধ?
করে দিয়ে আমাদের বদ্ধ!
সহ্য নেই!
ধৈর্য্য নেই!
জ্ঞান নেই!
স্পৃহা নেই!
ভাংতে হবে এই রূঢ়তা,
গড়তে হবে দৃঢ়তা।
খুলতে হবে এই আবদ্ধতা,
আনতে হবে সতেজতা।
পড়তে হবে পুনরায় ঝাপিয়ে,
ফিরাতে হবে সমস্ত কিছু ছাপিয়ে।
চারিদিকে দেখি শুধু শূন্যতা,
কিভাবে পাবে আবার সব পূর্ণতা!