শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বিশ্ব মতুয়া ধর্মের গঞ্জনা তথা একজন মতুয়া ভক্তকে নিগৃহিত ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন।
হিন্দু ধর্মের প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ঠাকুর কে নিয়ে কটুক্তি করায় এডভোকেট অনিতোষ বালা দিপংকরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হরিচাঁদ ঠাকুরের ভক্তরা।আজ রবিবার সকাল ১১ টায় কৃষ্ণপুর বাজারে শতাধিক মতুয়া ভক্ত মিলে বৌলতলী টু কৃষ্ণপুর সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে। এ সময় বৌলতলী ইউপি চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাস, মতুয়াদের মুখপাত্র দীনেশ কবিরাজ, কমলেশ বিশ্বাস, চন্দ্রকান্ত বিশ্বাস, জুয়েল বিশ্বাস, কপিল বল, মুক্ত বিশ্বাস, বিকাশ বালা, দীপক বল, রঞ্জন হীরা, পঙ্কজ বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬জুলাই) কৃষ্ণপুর বাজারে চায়ের দোকানে বসে হিন্দুধর্ম ও হরিচাঁদ ঠকুরকে নিয়ে বাজে মন্তব্য ও কুটুক্তি করে ধর্মবিরধী অনিতোষ বালা দিপংকর। মতুয়া ভক্ত গনেশ চন্দ্র কবিরাজ প্রতিবাদ করলে তাকে মারপিক করে এডভোকেট অনিতোষ বালা দিপংকর। এসময় হরিচাঁদ ঠাকুর ও তার ভক্তদের নিয়ে আজেবাজে মন্তব্য করে। আমরা এই ধর্মবিরধী এ্যাডভোকেট অনিতোষ বালা দিপংকরের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানায়।