স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৬ মন্দিরেএবার অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ ( ১৪ই অক্টোবর) নেতাকর্মীদের সাথে নিয়ে সকল পূজা মন্দির পরিদর্শন করেছেন এবং নগদ অর্থ প্রদান করেছেন আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি আমিনুর রহমান।
এসময় সঙ্গে ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন ছুটিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও তরুণ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, মহর আলী সহ ৫০ অধিক নেতাকর্মী। এসময় তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ দেশ, এদেশে কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে মিলে বসবাস করছে।