মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধিঃদেশে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। এ ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়নে ভোট হবে।বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার সময় ২নভেম্বর। যাচাই বাচাই ৪ নভেম্বর। ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।
৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এবং ১০টি পৌরসভার নির্বাচনি তফসিল।
–
৩য় ধাপে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলা (কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ফুলবাড়ী) উপজেলার সব কটি ইউপিতে ২৮ নভেম্বর ২০২১ ইং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।কুড়িগ্রাম সদরের ৮টি ইউপি
নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউপি
ফুলবাড়ী উপজেলার ৬টি ইউপি।