আশরাফ আলী ফারুকী,গফরগাঁও প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামে তিন কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। যায় আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা ।
জানা যায়, উপজেলার গফরগাঁও থানাধীন গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে গত শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরদল কৃষক আলমগীর এর ২টি, নজরুল এর ২ টি ও শরীফ এর ২ টি সহ মোট ৬ টি গরু ঘরের দরজা ভেঙ্গে গরুর গলার শিকল কেটে চুরি করে ট্রাকে উঠিয়ে নিয়ে যায় চোরেরদল। চুরি হওয়া ৬ টি গরুর অনুমান মূল্য ৫ লক্ষাধিক টাকা। এদিকে গরু চুরি হওয়ার পর কৃষকরা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।