আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জে যথাযথ মর্যাদা এবং সম্মানের সাথে পালিত হয়েছে শেখ রাসেল দিবস-২০২১।সকাল ০৭ঃ০০ ঘটিকায় সময় মানিকগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে মানিকগঞ্জ জেলাপ্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রামের শুভ সুচনা হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব/সংগঠনের পক্ষ হতে পর্যায়ক্রমে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।