রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি:আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের ১০০৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর ২ টি উপজেলার মধ্য বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামীলীগ থেকে একাধীক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মার্কা নিয়ে লবিং গ্রুপিং চালিয়ে যাচ্ছেন বলে যানা যায়।
আসন্ন নির্বাচনে কে পাচ্ছেন নৌকা মার্কা প্রতিক এ নিয়ে সাধারণ জনগনের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা । ইতোমধ্যেই উপজেলার আওয়ামীলীগ ৮ ইউনিয়নে বর্ধিত সভা করে সম্ভাব্য দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা নিয়েছে। উপজেলা আওয়ামীলীগ।দলীয় সূত্র জানায় ১৬ অক্টোবর থেকে কেন্দীয়ভাবে দলীয় মনোনয়ন পত্র তোলা শুরু হয়েছে। জমাদানের শেষ দিন ২০ অক্টোবর পযন্ত ।দলীয় মনোনয়ন পত্র উত্তোলনে অনেক পার্থী পারি জমিয়েছে ও ঢাকায়।
এ নিয়ে উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মোট ৪৫ জন সম্ভাব্য চেয়ারম্যান পার্থী নৌকা মার্কা দাবী করে দীর্ঘ দিন থেকে গণসংযোগ করে আসছে।বদলগাছী সদর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, এবং বাবর আলি ও মো: আনোয়ার হোসেন সহ ১১ জন প্রার্থী, কোলা ইউনিয়নে বর্তমান প্যানেল চেয়ারম্যান স্বপন সহ ৪ জন, পহাড়পুর বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর সহ ৩ জন, বালুভরা বর্তমান চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন সহ৫ জন, মিঠাপুর বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেনসহ ৫ জন, বিলাশবাড়ী তরুন নেতা এস এম রাফিউল হাসান খুসব(আমির)সহ ৫ জন, মথুরাপুর মাসুদুর রহমানসহ ৫ জন, আধাইপুর ভগিরত কুমার, জিল্লুর রহমানসহ ৭ জন সম্ভাব্য প্রর্থী -নৌকা মার্কা দাবী করে লবিং গ্রুপিং করছে।উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেজার উদ্দীন জানায় আগামী ২ নভেম্বর সরকারীভাবে মনোনয়ণ পত্র জমাদানের শেষ তারিখ