দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এরপরেই শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরপরেই শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সদর উপজেলা যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও কোতয়ালী ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চলের নেতৃত্বে ছাত্রলীগ, সভাপতি রাকিবুল ইসলাম সবুজ এর নেতৃত্বে শহর স্বেচ্ছাসেবকলীগ, আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল এর নেতৃত্বে জেলা তাঁতী লীগ শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে।
এর আগে দিবসটি উপলক্ষে কর্মসূচী অনুযায়ী সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ হয়। দুপুর ১২টায় আলোচনা সভাশেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের আত্মার মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা, দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
একইদিন বিকেলে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে তাঁতী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা, শহর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনের একই কর্মসূচী পালন করা হয়।এদিকে, জেলার প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।