দিনাজপুর -বোচাগঞ্জ- পীরগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর (বটতলা) বাজার সংলগ্ন স্থানে রাহবার পরিবহনের ঢাকা থেকে পীরগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১৫-২৭-৫৮ নং কোচ এর সাথে বিপরীত দিক থেকে আসা ৩ চাকার ইঞ্জিনচালিত পাগলুর মুখোমুখি সংঘর্ষে মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর (দক্ষিণ) গ্রামের আবুল হোসেন এর ছেলে মোঃ মন্তাজ আলী (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়।
ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আজাহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর কর্মীরা দ্রুত লাশ উদ্ধার করে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। এ রিপোর্ট লেখাকালীন দূর্ঘটনা কবলিত কোচটি উদ্ধার করে থানায় নেয়ার প্রস্ততি চলছিল। আহতদের পরিচয় নিশ্চিত হওযা সম্ভব হয়নি।