এসময় গ্রামবাসী অভিযোগ করেন, খনিতে কয়লা উত্তোলনের কারনে মাটি কম্পন ও দেবে যাওয়ার কারনে স্থানীয় বাঁশপুকুর এবং বৈদ্যনাথপুর গ্রামের বাড়ি ঘর ক্ষয় খতি হয়েছে। এছাড়াও এই দুই গ্রামের বাসিন্দারা বেশ আতঙ্কের মধ্যে বসবাস করছে। যে কোন মূহুর্তে বড় কোন দূর্ঘটনা ঘটার আগে তাদের ক্ষতিপূরন দিয়ে পূনর্বাসনের জন্য খনি কর্তৃপক্ষর কাছে জোর দাবি জানান। গ্রামবাসী আরো অভিযোগ করেন, দুই গ্রামের ক্ষতিগ্রস্থ প্রায় ১৬ একর জমি খনি কর্তৃপক্ষকতৃক মেপে নিয়ে গেলেও তা অধিগ্রহন করা হচ্ছেনা। এতে তারা বেশ হয়রানীর স্বীকার হচ্ছেন।উক্ত মনববন্ধনে উপস্থিত ছিলেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির উপদেষ্টা ইবরাহিম খলিল, রুহুল আমিন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমূখ।