সময়ের বহতায় একদিন ফেঁটে যায়।
দু’টি নামের মাঝে যোগ চিহ্ন লেখা কাগজ,
ছিড়ে টুকরো টুকরো করা যায়।
বালুকা বেলার স্মৃতি…!
সেও হয়তো ধুয়ে যায়, এক ঝটকা আছড়ে পড়া ঢেউয়ে।
কিন্তু হৃদয়ে লেখা নাম, সেকি আদৌ মুছা যায়?
নাকি, গোধূলী আলোয় শস্য দোলানো আইল পথে…
পাশাপাশি বসে হাতে হাত রাখা,
দু’টি হৃদয়ের নীলিমায় গিরিবাজের কুচকাওয়াজ!
ঘরে ফিরে বিনিদ্র রাতে সেই শস্য দোলানো বাতাসে শিহরিত হওয়া…
চাইলেই কি সে সব স্মৃতি জলাঞ্জলি দেয়া যায়?
তবে কেন মিছেমিছি এই লুকোচুরি,
ভুলে যাওয়ার মিথ্যে অভিনয়?
মনে না রাখার ব্যর্থ চেষ্টায়, অহেতুক সময়ের ব্যয়।
চিঠির ভাঁজে ভাঁজে জমে থাকা সেই সুখানুভূতি!
হৃদয় বিলাসের ঝরে পড়া প্রেমের কাব্যরস,
চরণে চরণে ভালোবাসার চুম্বনরেখা…
আদৌ কী মন থেকে ভোলা যায়?
কথা না বলা এক পশলা মুচকি হাসি দিয়ে,
লোকালয়ের ভিড়ে হৃদয়ের গুপ্ত কথার আদান-প্রদান… সেই স্মৃতিও কী ভোলা যায়!
প্রতিদিন-প্রতিক্ষণ সে সব অতীত ভুলতে গিয়ে,
বারবার শুধু সেই মানুষটিকেই, খুব বেশি মনে পড়ে যায়!
আসলে ভালোবাসা হেরে গেলেও,
স্মৃতিগুলো হয় আজীবনের অক্ষয় প্রণয়।
১৩/১০/২০২১ ইং
রাত-১.১৫/ যশোর