আবু নাঈম কাজী,মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধিঃমহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ারের রসুলপুর পাড়য়ারকুল নূরানী হাফেজী মাদ্রাসার মহতামিম সাহেব হাফেজ মাওলান মোঃমিরাজ সাহেবের উদ্দোগে কিভাবে মানুষকে নামাজের পথে আনা যাই,এই উদ্দেশ্য তিনি এলাকার কিছু যুবক দের কে নিয়ে একটা সংগঠন তৈরি করেন, সংগঠোনের নাম হইলো আদ্দায়ওয়াতুচ্ছলা এই দাওতুচ্ছলার যুবকদের উদ্দোগে রসুলপুর পাড়য়ারকুল নূরানী হাফেজী মাদ্রাসাই সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতার আয়েজন করে।
প্রধান অতিথি ও বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ হাফেজ মাওলানা মোঃশাহাদাৎ হুসাইন সাহেব আরো উপস্থিত ছিলেন হাফেজ মোঃ আল আমিন সাহেব আরো উপস্থিতি ছিলেন মাওলানা সামাদ উদ্দীন সাহেব আরো উপস্থিত ছিলেন সাংবাদিকম মোঃ ইসমাইল সাহেব সহ আরোও অনেকেই এ অনুষ্ঠানে বিজয় লাভ করেছেন তারা হচ্ছে ক গুরুপের কুরআন তেলোয়াতে প্রথম স্থান অধিকার করছেন হাফেজ মোঃ সাব্বির আহমেদ দ্বিতিয় স্থান অধিকার করছেন হাফেজ মোঃ মারুফ বিল্লাহ্ তৃতীয় স্থান অধিকার করছেন হাফেজ মোঃ আবু বকর ।
ইসলামিক সংগিতে জারা বিজয় লাভ করছেন প্রথম স্থান অধিকার করছেন মোঃ জাকারিয়া, দ্বিতিয় স্থান অধিকার করেছে, মোঃ বক্কার হুসাইন, তৃতীয় স্থান অধিকার করছেন মোঃ মারুফ ক গুরুপের ।
আজান প্রতিযোগিত যারা প্রথম স্থান অধিকার করছেন, হাফেজ মোঃ ইসরাইল, দ্বিতিয় স্থান অধিকার করছেন মোঃ সাব্বির হোসেন। তৃতীয় স্থান অধিকার করেছেন খ গ্রুপের হাফেজ মোঃ আবু বকর
কুরআন তেলোয়াত প্রতিযোগিতাই প্রথম স্থান অধিকার করছেন মোঃ রুমান, দ্বিতিয় স্থান অধিকার করেছে, মোঃ আল আমিন ,তৃতীয় স্থান অধিকার করছেন মোঃ হুসাইন আহমেদ।
” খ” গুরুপের ইসলামিক সংগীতে প্রথম স্থান অধিকার করছেন মোঃ আব্দুল্লাহ্ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোঃ বাইজিদ ,তৃতীয় স্থান অধিকার করছেন মোঃ সরকত হুসাইন ।
” খ “গুরুপের আজান প্রতিযোগিতাই প্রথম স্থান অধিকার করেছেন নূর মহাম্মাদ দ্বিতিয় স্থান অধিকার করেছেন মোঃ হুসাইন আহমেদ, তৃতীয় স্থান অধিকার করছেন, মোঃ তুষার ।
সিরাত প্রতিযোগিতাই প্রথম স্থান অধিকার করছেন মোঃ তামিম ,দ্বিতিয় স্থান অধিকার করেছে, মোঃ হাজালা ,তৃতীয় স্থান অধিকার করছেন মোঃ আল আমিন ।
উক্ত সংগঠনের জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করছে হাফেজ মোঃ আবু নাঈম কাজী।