মোঃ মোশাররফ হোসেন মনির
( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি
বাগেরহাট-৪ মোড়েলগন্জ- শরণখোলা আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন এম.পি মহোদয় এডিশনাল পি.ডি মহোদয়কে সাথে নিয়ে মোডেলগঞ্জ স্টিল ব্রিজ এর পশ্চিম পাশে মোডেলগ্জ টু মোংলা রাস্তার খালের
পাশে পাইলিং এবং মাদ্রাসাবাজার হয়ে বহরবুনিয়া পাঁচ কিলোমিটার রাস্তা, বহরবুনিয়া ব্রীজ, বহরবুনিয়া নদীরের পারের চারটি রাস্তা পরিদর্শন করেন এবং ইউনিয়নের মানুষকে এম,পি মহোদয় আস্বস্ত করেন ওতি শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। মাননীয় এম,পি মহোদয় উদ্যোগ নিয়েছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু হবে মানুষের ভোগান্তি দূর হবে।
বাংলাদেশের কত সংসদ সদস্য বিলাসীতা করেন কিন্তু দেখেন আমাদের বাগেরহাট -৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন MP মহোদয় সাধারণ মানুষের মতন নিজের এলাকার রাস্তা পরিদর্শন করেন।