মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই এর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসার হলরুমে হিতকরী কতৃক আয়োজিত “এসো আল কুরআনের গল্প শুনি” শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহাকবি আব্দুল কাইয়ুম নিজামী।
সংগঠনের পৃষ্ঠপোষক ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের সভাপতিত্বে ও হিতকরী’র সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিতকরী সভাপতি ইমাম হোসেন ফরহাদ।এসময় সীরাতুন্নবী (সাঃ) বিষয়ক আলোচনা করেন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসেন নিজামী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ফলাফল ঘোষনা পুরষ্কার হস্তান্তর করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী।
অনুষ্ঠানে ‘এসো আল কুরআনের গল্প শুনি’ উদ্যোগের প্রেক্ষাপট বর্ননা করতে গিয়ে কাইয়ুম নিজামী বলেন, গতবছর ১৬ডিসেম্বর হিতকরীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান- ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ তে অংশ নিয়ে আমার মনে হলো কুরআনের গল্প শুনি নামের অনুষ্ঠান করা জরুরি। আজকে হিতকরী দিয়ে শুরু হলো। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সর্বস্তরে এই উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার তাঁর বক্তব্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজীর তুলে ধরতে গিয়ে দেশ বিদেশে তার অভিজ্ঞতার উপমা দেন। সেই সাথে কোন সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি যেন না হয় সে ব্যপারে হিতকরীর সদস্যসহ সর্বস্তরের মানুষকে সচেতন হতে বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ নিখিল চন্দ্র নাথ, ব্যবসায়ী মহিনুর চৌধুরী, ইউপি সদস্য আলাউদ্দিন, হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, সাবেক সভাপতি নিয়াজুল ইসলাম, সীরাত কমিটির আহবায়ক নুরুচ্ছাপা নিলয়, যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ, অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক রাহাত জয় প্রমুখ।সব শেষে দেশে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা ও সবার কল্যানে দোয়া করে অনুষ্ঠানটি শেষ হয়।