মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার “দলদলিয়া নাগরিক ফোরাম”” একটি অরাজনৈতিক অনুদান ভিওিক সমাজ সেবামূলক সংগঠন।সংগঠনটির পথ চলা শুরু হয় গত বছরের ৪ঠা নভেম্বর। সংগঠনটি এই অল্প সময়ের মধ্যে ইউনিয়নের সুবিধাবঞ্চিত, অসহায়, হতদারিদ্র, মেধাবী ছাত্র/ছাত্রীদের এখন আশ্রয়স্থল। দলদলিয়া নাগরিক ফোরাম হতদরিদ্র,দিনমজুর,অসহায়,
পঙ্গুদের অনুদান ও আর্থিকভাবে তাদের পাশে দাড়িয়েছিল।সংগঠনটি মুসলমান ও হিন্দু পরিবারের মধ্যে শাড়ী, লুঙ্গি বিতরণ থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষাথীর মাঝে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ কর্মসূচি সম্পূর্ন করে।
দলদলিয়া নাগরিক ফোরামের সভাপতি সহ বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ রাস্তাঘাট সংরক্ষণ, গাছ লাগানোর কাজ করে আসতেছে।।ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগী করতে গরীব,অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতারণ করে থাকে সংগঠনটি। মহামারী করোনা মোকাবেলায় সংগঠনটি গুরুত্বপৃন ভুমিকা পালন করেছে।হ্যান্ট সিনিটাইজার,সাবান, মাস্ক,বিতারন করেছে।দলদলিয়া নাগরিক ফোরাম এর মোঃ নাহিদ কামাল রিপন(সভাপতি)এবং মোঃতরিকুল ইসলাম সবুজ বলেন,দলদলিয়া নাগরিক ফোরামের প্রত্যেকটি সদস্য সবসময় অসহায়,গরীব, এবং সমাজ সেবা মৃলক কাজ করবে।তারা সব সময় মানুষের পাশে থেকে সহযোগিতা ও মানসিক ভাবে সাপোর্ট বহাল রাখবেন।তারা সবাই কাছে DNF এর প্রত্যেকটি সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।