রিং আইডির কার্যক্রম পুনরায় চালু করাসহ চার দফা দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটি গ্রাহকরা। আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়েছে।
গ্রাহদের দাবি হচ্ছে, রিং আইডির জব্দ করা ব্যাংক হিসাব খুলে দিতে হবে, পরিচালক সাইফুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং রিং আইডির বিরুদ্ধে আনা সকল অভিযোগ তুলে নিতে হবে।
গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। জানা যায়, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়াও মামলার তদন্তের স্বার্থে রিং আইডির সকল ব্যাংক হিসাব বন্ধ রাখা হয়।
তারই প্রেক্ষিতে আয়োজিত মানববন্ধনে সারাদেশ থেকে কয়েকশ রিং আইডি ব্যবহারকারী অংশ নেন।