মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুর উপজেলার দহ্মিন দলদলিয়া ইউনিয়নের অর্জন লাল মসজিদ সহ থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার, জুয়ানসতরা, হোকডাঙ্গা, খারিজা লাটশালা সহ তিস্তা পাড়ের এলাকা রাতের আধারে হঠাৎ পানিতে ডুবে যায়।
ঘুমন্ত মানুষ রাত জেগে নিরাপদ আশ্রয়ের জন্য দিকবিদিক ছোটাছুটি করে।অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়ে জমিতে কেটে রাখা ধান, গবাদি পশু, কৃষি পন্য সহ অনেক আবাদি জমি।প্রবল বেগে পানি ঢুকে পড়ায় বড় ধরনের বন্যার আশংকা করছে তিস্তা পাড়ের মানুষ।বন্যার্ত এলাকা গুলোতে জরুরী সাহায্য দরকার।