কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি গুচ্ছে শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম গুচ্ছে শনি ও মঙ্গলবার, দ্বিতীয় গুচ্ছে রবি ও বুধবার এবং তৃতীয় গুচ্ছে সোম ও বৃহস্পতিবার ধারাবাহিকভাবে অনার্স ১ম, ২য়, তৃতীয়, মাস্টার্স শিক্ষার্থীদের ক্লাস চলবে। এর পাশাপাশি চলমান অনলাইনেও পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
নির্দেশনা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনতে বছরে ১৯৫ দিন শ্রেণি কার্যকাল নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী চলমান সেশনে ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীরা ডিসেম্বর ২০২৪ এর মধ্যে অনার্স ডিগ্রী সম্পন্ন করতে সক্ষম হবে। সে অনুযায়ী রুটিন কার্যক্রম চালাতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া বিকাল ৩টায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদেরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, ২৩ টি বিভাগের নবাগত শিক্ষার্থীসহ বিএনসিসির সদস্যবৃন্দ যুক্ত ছিলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর আগে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে তাদের ক্লাসে বসানো হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণই শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম সচল করতে পারায় আমরাও আনন্দিত।’