শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর, পূজা মন্ডপ,মঠ,মন্দিরে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ, ধর্ষণ, নারী নির্যাতন, পূজারী হত্যা, লুটপাট ও সম্প্রতি বিনষ্টের প্রতিবাদে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ অরুন কান্তি বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, এ্যাডঃ সুনীল দাস, বিধুর কান্তি বিশ্বাস, সুবল চন্দ্র রায়, উজ্জ্বল বিশ্বাস, মঙ্গল চন্দ্র বিশ্বাস, দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আজম, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম সহ সকল হিন্দু,বৌদ্ধ,ইসকন সংগঠনের নেতৃবৃন্দ।