এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা রসুল্লাবাদ ইউনিয়নে কালগড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে।নবীনগর থানা পুলিশের সহযোগিতায় আজ শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ড্রেজার ম্যানেজার কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।