নিউজ ডেস্কঃ আসন্ন রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির রাজপথের লড়াকু সৈনিক তথা মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ উন্নয়নে রোল মডেল যে ভিশন তাঁর হাতকে শক্তিশালী করার্থে আওয়ামীলীগের নিবেদিত প্রাণ এলাকার কৃতি সন্তান বরেণ্য রাজনীতিবিদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শক্ত হাতে ধরেছেন রায়পুর ইউনিয়নবাসীর নৌকার হাল তথা নৌকার মাঝি। বহু ত্যাগ তিতীক্ষা বিএনপি ও স্বৈরশাষকের নির্যাতন নিষ্পেসনের স্বীকার অকুতভয় রাজনৈতিক আওয়ামীলীগ নেতা রায়পুর ইউনিয়নের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়নের গরিব, দুঃখী, অসহায় মানুষের যিনি বন্ধু, আওয়ামীলীগের দুঃসময়ে দুর্দিনের কান্ডারী সমাজের প্রত্যেকটি অঙ্গনে যার দানের হস্ত প্রসারিত তিনিই বিল্লাল হোসেন পেয়েছেন নৌকার মনোনয়ন। মনোনয়ন বোর্ড যথার্থই রায়পুর ইউনিয়নের নৌকার মাঝি মনোনয়ন দিয়েছেন। কৃতজ্ঞতা ভরে ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা কামনাসহ আপামর জনতার তথা ইউনিয়নবাসীর সেবার মানসে বিল্লাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বার যে প্রত্যয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন তার হাতকে শক্তিশালী করার্থে রায়পুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে ইউনিয়নবাসীর প্রতি প্রতিশ্রæতিবদ্ধ। এজন্য বিল্লাল হোসেন সকল ভেদাভেদ ভ‚লে ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে কোনরকম বিভ্রান্তিতে কান না দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতঃ ইউনিয়নবাসীর দোয়া চান।