টাঙ্গাইলের নাগরপুরে বহুল প্রচারিত ও জনপ্রিয় চলনবিলের আলো পত্রিকার পরিবারের উদ্যোগে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে নাগরপুরে অসচ্ছল পরিবারদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকাল ১০.০০ ঘটিকায় মুক্তাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় চলনবিলের আলো পত্রিকার স্টার্ফ রির্পোটার সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের সভাপতিত্বে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।এ কার্যক্রমে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রফিকুল ইসলাম রনি ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালে যুক্ত হয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মো.আক্তারুজ্জামান বকুল।
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ও চলবিলের আলো পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ডা. এম.এ.মান্নান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার স্টার্ফ রির্পোটার মো. হুমায়ুন কবির, উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার (হোমিও) ডা.মো.কাউছার খান প্রমুখ।