আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সাথে মতবিনিময় করেন আশাশুনি সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ কলেজের শিক্ষার মান বৃদ্ধিতে সুন্দর পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম বলেন, শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে বহুবছর ধরে আশাশুনির একটি ঐতিহ্য রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার আশাশুনি ডিগ্রী কলেজ সরকারিকরণ বাস্তবায়িত হয়েছে। তিনি এই কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কৃষক লীগের সদস্য সচিব মতিলাল সরকার প্রমুখ।