ভ্রাম্যমাণ প্রতিনিধিঃঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতের উদ্যোগে মানবতার কল্যাণে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করেন মুহতারাম মহানগরী আমীর Nurul Islam Bulbul।
অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি Dr. Dr. Md. Shafiqul Islam Masud, সহকারী সেক্রেটারি Advocate Dr. Md. Helal Uddin সহ অনন্যা মহানগরী নেতৃবৃন্দ ও জনশক্তি।
মহানগরীর আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, “মানবতার সেবায় আমরা” এ শ্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অ্যাম্বুলেন্স সার্ভিসের সেবার মধ্য দিয়ে আমরা করোনাকালীন সংকটে অসহায়, বিপদগ্রস্থ, বিপর্যস্ত মানুষের প্রয়োজনে আমরা এই সার্ভিসের যাত্রা শুরু করেছি, আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহ্র কাছে লাখ কোটি শুক্রিয়া এই সার্ভিসের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বাস্থ্যসেবায় আরও একধাপ এগিয়ে যেতে পারবে। ইনশাআল্লাহ্