প্রিয়া মন্ডল: এই সুন্দর ভূবনে স্বামী-স্ত্রীর অদ্ভুত মায়া নিয়ে বাকিটা জীবন তাদের কষ্ট অভিমান ও দুঃখ। মনে গাঁথা থাকলেও তাদের মায়াটা থাকে মনের বাইরে।স্বামী-স্ত্রীর রাগটা একটু বেশি থাকলেও,রাগটা মনের ভিতরের ভালোবাসা থেকেই জন্ম নেয়।স্বামী-স্ত্রীর অদ্ভুত জিনিস হলো তারা হুটহাট করে অভিমান করে ফেলে। কিন্তু তাদের পাগলামিটা হল তাদের অভিমান করতে যতোটা সময় লাগে,তাদের অভিমান ভাঙ্গতে ততোটা সময় লাগে না।
স্বামী-স্ত্রীর সবসময় তাদের হাসি লুকাতে পছন্দ করে না। একটু খেয়াল করলেই দেখা যায়,তারা যদি কারোর কাজ থেকে ছোট্ট একটা উপহার পায়।সেই উপহার পাওয়ার উপস্থিতিতে এতোটা খুশি হয় না। যতোটা খুশি হয় তারা যখন একা সেই উপহারটা খুলে দেখে। কিন্তু সব মেয়েরা লোভি হয় না,কিছু মেয়েরা শুধু ভালোবাসি বলেও কারোর জীবনে হাত ধরে পথ চলার সাথি হয়। হয়তো তারা কাউকে নিয়ে বিশাল স্বপ্ন দেখতে পারে না। তারা ঠুকরো ঠুকরো ছোট্ট স্বপ্নগুলোকে তাদের মনে পুষে রাখে। আর সেই স্বপ্নগুলোকে ঘিরেই তাদের ভালোবাসা জন্ম নিতে থাকে। তারা যাকে ভালোবাসে তাকে মন উজাড় করেই ভালোবাসে।