গতকাল ২৮/১০/২১ ইং তারিখ বিকালে শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের সেতু বন্ধন ব্রিজটি কয়েক বছর যাবত ঝুঁকিপূর্ন হওয়ায়।সেখানে প্রায় চার কোটি টাকা ব্যায়ে নতুন ব্রিজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ এ্যাডঃ সদস্য আমিরুল আলম মিলন।
ভিত্তি প্রস্তর স্হাপন শেষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের পরিচালনায় বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন, ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও থানা ইন্জিনিয়ার প্রমূখ।