মুদী দোকানদার ওই এলাকার মোবারক হোসেনের ছেলে। এঘটনায় বগুড়া সদর থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।২৭-ই অক্টোবর (বুধবার) বগুড়া সদর থানার এসআই জেবুন্নেসা এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগে বলা হয়, পাড়ার ভিতরে আলমগীরের দোকানে শিশুরা বিভিন্ন সময়ে কোন কিছু কিনতে গেলে দোকানী শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে নানা ধরনের জিনিষ দেওয়ার প্রলোভন দিয়ে শরীরের কাপড় খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা করে।এমনিভাবে গত কয়েকদিনে ঐ পাড়ার ৫ টি শিশু বিভিন্ন সময়ে জিনিষ কিনতে গেলে দোকানের ভিতরে নিয়ে পড়নের কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করে।
নির্যাতিতা এক শিশুর মা টুলি বানু জানান, গত ২৬ অক্টোবর তার মেয়ে ঐ দোকানে শ্যাম্পু কিনতে গেলে দোকানী আলমগীর তাকে ঘরের ভিতরে গিয়ে শ্যাম্পু নিতে বলে। সরল বিশ্বাসে শিশুটি দোকানের ভিতরে যায়।এসময় দোকানদার আলমগীর দরজা বন্ধ করে দেয় এবং নানা জিনিষ দেওয়ার প্রলোভন দিয়ে পড়নের কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করে। বাড়ীতে গিয়ে শিশুটি তার মা বাবাকে বলে দিলে তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । একইভাবে পাড়ার ৫ টি শিশুকে প্রলোভন দিয়ে ধর্ষনের চেষ্টা করেছে।এ বিষয়ে বগুড়া সদর থানার এসআই জেবুন্নেছা বলেন, শিশুদেরকে যৌন হয়রানী ও নীপিড়ন করার অপরাধে আলমগীরকে গ্রেফতার করাে জেল হাজতে পাঠানো হয়েছে।