হাসান সাদী,নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ অক্টোবর), নাগরপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ টি ইউনিয়নে আ’লীগ থেকে মনোনীত চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীবৃন্দ। মোঃ কুদরত আলী(নাগরপুর সদর ইউনিয়ন), মো. আনিসুর রহমান আনিস(সহবতপুর ইউনিয়ন), শেখ সামছুল হক(গয়হাটা ইউনিয়ন), মো. হাশেম মিয়া (দপ্তিয়র ইউনিয়ন), মো. হামিদুর রহমান লালন(ভাদ্রা ইউনিয়ন), মো. মতিয়ার রহমান(ধুবড়িয়া), মো. জজ কামাল (মামুদনগর), মো. শরিফুল ইসলাম (মোকনা ইউনিয়ন), মো. শামীম খান (পাকুটিয়া ইউনিয়ন), মো. শওকত হোসেন (বেকড়া ইউনিয়ন), মো. শাহীদুল ইসলাম অপু(সলিমাবাদ ইউনিয়ন) সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।