মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ০১ ওয়ার্ডে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার উদ্দ্যোগে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের তত্ববধানে এবং কুলাউড়া উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় “কমল হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (৩১শে অক্টোবর) সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নে পৃথক ১টি ঘরের প্রস্তর স্থাপন করেন উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা এবং পূর্বে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি অধ্যাপক ড.সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বহিঃবিশ্ব জাতিয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা র বিএনপির ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।