মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃকুলাউড়ায় ক্যারাম খেলা নিয়ে ঝগড়ার পর সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওই কিশোরের নাম ছাব্বির আলী (১৬)। সেই ওই গ্রামের রশীদ আলীর ছেলে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে ছাব্বির বাড়ির পাশে ক্যারাম খেলতে যায়। এক পর্যায়ে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।এ সময় ছাব্বির গুরুতর আহত হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক সহ জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।