এসেছে পল্লীর শুভ দিন বি আর ডিবি দিচ্ছে এস এম ই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখেফ রিদপুরের নগরকান্দা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বি আর ডিবি উদ্যোগে কোভিড -১৯ এ ক্ষতি গ্রস্ত উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করে বিআরডিবি নগরকান্দা উপজেলা। পূর্ব ঘোষিত প্রণোদনা ঋনের এ অর্থ সাড়ে ৪% পার্শেন্ট লোভাংশ প্রদান কর হয়ে থাকে।
তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টার সময় ফরিদপুরে নগরকান্দা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যলয়ে ক্ষতি গ্রস্ত উদ্যোক্তাদের ১৩জন এর মাঝে ৩৪ লক্ষ নগদ অর্থ বিতরণ করেন। এ-সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান মাহমুদ রাসেল, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাঁখারী, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, রাম নগর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুছ ফকির, নগরকান্দা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।