মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃপিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহবায়ক সদ্য প্রায়ত আসাদুল কবির তালুকদার স্বপনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দোয়া মোনাজাতে অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরসহ জাতীয় পার্টি-জেপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার আসাদুল কবির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। চলমান ইউপি নির্বাচনে জাতীয় পার্টি জেপির মনোনীত ইন্দুরকানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।