নিউজ ডেস্কঃ প্রকাশ্যে নৌকার সমার্থককে লাঞ্চিত করলো চশমা মার্কার প্রার্থী বদর উদ্দিন বিল্টু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে ভোটের আনাগোনা এরি মাঝে আজ( ৭ ই নভেম্বর) রবিবার রাতে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার সমার্থককে প্রকাশ্যে লাঞ্চিত করলেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী বদর উদ্দিন বিল্টু।
ঘটনাটি ঘটেছে অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আটলিয়া গ্রামের সর্দ্দার পাড়ার জামতলার মৌড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান বিদ্রোহী প্রার্থী বদর উদ্দিন বিল্টুর চশমা প্রতীকে ভোট না করায় অত্র গ্রামের মৃত হচেন আলী সর্দ্দারের ছেলে রুনু ডাক্তার ( হাতুড়ে) ও শান্তিকে মারধর করে ও পরবর্তীতে তার মার্কায় ভোট না দিলে প্রান নাশের হুমকি দেন। এ ব্যাপারে থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়ছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন