নদীর ঘাটে জল আনতে যাই সখি
নদীর জলে পরলো সখির ছায়া ,
আহাড়ে কী কায়া ।
ঐ ছিতি ভুলা যাই না রে
ঐ ছোট্ট নদীর গায়,
ভালনালাগা মনটা আমার
সখির দেখায় ভাল হয় যাই রে
ঐ ছোট্ট নদীর গায়।
সখি দেখি বার তরে
রোজ বিকাল বেলা
যেতাম আমি ঐ ছোট্ট নদীর গায়।
সখির সকা হিসেবে হলাম খুব খারাপ,
তাই সে একা করে
বেথ্যা দিয়ে চলে গেলো ।
ছোট্ট নদীর গায় ছেড়ে
ঐ সহরের জানজ্বটে।