হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে জাল ভোট দেওয়া সময় রিয়াদ আদম্মেদ নামের এক যুবককে হাতেনাতে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ দুপুরে বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ৯ নং কক্ষে নির্বাচনের জাল ভোট দেওয়ার সময় ৪ টি নৌকা প্রতিকে সিল মারা এবং একটি সাধারণ সদস্যদের ও একটি সংরক্ষিত নারী সদস্যেরসহ মোট ৬ টি ব্যালট পেপার বক্সে ঢোকানোর সময় তাকে হাতে নাতে আটক করে ওই কেন্দ্রের পুলিং এজেন্টরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।এসময় তার কাছ থেকে সিল মারা ৬টি ব্যালট পেপার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান। তিনি জানান আটক যুবক চংগ্রাম গ্রামের আব্দুস জোব্বারের ছেলে।
বন্ডবিধি ১৭১ এর চ ধারা মোতাবেক তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।