শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে আগুন লেগে তিন টি দোকান পুড়ে ছাই।আজ সকাল আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা ও বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে গোপালগঞ্জ ফায়ার সাভির্সের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে একটি লেপ-তোশক, একটি লাইব্রেরী ও চাউলের দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লেগে তাদের প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, অনিল বিশ্বাস,মাসুদ শেখ ও মৃত নির্মল বাইনের স্ত্রী।