মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃপিরোজপুরের ইন্দুরকানীতে আল – আরাফাহ ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্ধোধন করা হয়েছে। সোমবার উপজেলার ইন্দুরকানী বাজারে উপ-শাখা আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম,মতিউর রহমান।
আল-আরাফাহ ইলামী ব্যাংক খুলনা জোনাল হেড মজিবর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তাব্য রাখেন পিরোজপুরের ব্যবস্থাপক সাব্বির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার, ইন্দুরকানী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদার, ব্যাংকের ইন্দুরকানী শাখার ইনচার্জ আবু জাফর, সাংবাদিক আলমগীর কবির মান্নু, আহাদুল ইসলাম শিমুল, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ করীম ইমন প্রমুখ।