মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধিঃদুপুরে উলিপুর উপজেলার সদর বাজার ঘাট কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে বাজার তদারকি করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক,কুড়িগ্রাম মহোদয়ের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সহকারী পরিচালক এর নেতৃত্বে উলিপুর উপজেলার উলিপুর বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের জন্য ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭,০০০/-জরিমানা করা হয় ও সতর্ক করা হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর এবং উলিপুর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।