শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ ইভটিজিংকে কেন্দ্র করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে সদর থানার ওসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্তত ২৫ জন। (২১ নভেম্বর) রবিবার, রাতে এ ঘটনা ঘটে।
শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, মেডিকেলের ছাত্রীদের ইভটিজিং করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মেডিকেল কলেজের মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে মাঠের পাশ দিয়ে ছাত্রীরা যাওয়ার সময় নানা মন্তব্য করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কারনে মাঠে তাদের খেলতে নিষেধ করে মেডিকেল এর শিক্ষার্থীরা এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ইভটিজিংয়ের বিষয় টি অস্বীকার করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঠে খেলতে না দেওয়ার জন্য এর ঘটনা সাজানো হয়েছে অভিযোগ তাদের