এমপি শেখ আফিল উদ্দীন বলেন, আমি চাইনা শার্শার মাটিতে আওয়ামী লীগে আওয়ামী লীগে আর কোন ভেদাভেদ থাকুক। সোহরাব কোন ভূল করেনি স্বতন্ত্র প্রার্থী হয়ে। তার এলাকার জন সমর্থনে সে প্রার্থী হয়েছিল। আমি তাকে অনেক বুঝিয়েছি। এবং তাকে বোঝাতে সক্ষমও হয়েছি। এখন থেকে আর কোন কটুক্তি নই। সোহরাব ভাইও জিন্দাবাদ, তোতা ভাইও জিন্দাবাদ।