মামুনুর রশিদ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের মোসাদ্দেক হোসেন মৌখামার স্থাপন করে পেয়েছেন সফলতা। দিনাজপুরকে বেকারত্বমুক্ত করতে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনতে তৈরি করেছেন যুব সংগঠন। মৌখামারী তৈরি করতে দিনাজপুরের আগ্রহী তরুণদের হাতে কলমে দিচ্ছেন প্রশিক্ষণ। মোসাদ্দেক কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ এবং বিসিক থেকে নিয়েছেন প্রশিক্ষণ। বর্তমানে সরিষার মাঠে মধু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। মোসাদ্দেক হোসেন জানান, সম্ভাবনাময় মৌখামারে বদলে গেছে আমার ভাগ্য। হয়েছি স্বাবলম্বি। এবছর একশত মৌবাক্সে আমার চার টন মধু উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে। দিনাজপুরকে মধু জেলা হিসেবে গড়ে তুলতে চাই আমি। সরিষা, কালোজিরা, লিচু, ধুনিয়া, খেসারি, মিষ্টিকুমড়া থেকে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত টানা মধু উৎপন মৌসুম। আমার এ কার্যক্রম তরুণদের আকৃষ্ট করছে। তাদের প্রশিক্ষণের আওতায় এনেছি।মোসাদ্দেকের উদ্যোগকে সুধুবাদ জানিয়েছে উপজেলা প্রশাসন। মোসাদ্দেকের দক্ষতাকে কাজে লাগিয়ে দশজন তরুণকে দেয়া হয়েছে মৌবক্স। তারাও শুরু করেছেন উৎপাদন। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ জানান, দিনাজপুরে ব্যাপক লিচু উৎপাদন হয়। লিচু ফুল থেকে লিচুর মধু উৎপাদন করতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে মৌখামারিরা। স্থানীয় উদ্যোগকে আমরা প্রসারিত করতে মোসাদ্দেক সহ তরুণদের সহযোগিতা করছে। লিচুর খ্যাতির পাশা-পাশি লিচুর মধুর খ্যাতি দিনাজপুরের তরুণদের সাফল্য অর্জনে আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।