আল আমিন হোসেন,কলারোয়া প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত কিশোর- কিশোরীক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সিএমসি’র ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায়উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহীঅফিসার জুবায়ের হোসেন চৌধুরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার
আক্তারের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এছমত আরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, প্রধান শিক্ষক তহমিনা পারভীন, প্রধান শিক্ষক নাদিরা বেগম, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠানের প্রধানগণ।