প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি জয়পুরহাট জেলার সাধারন সম্পাদক ও যুগ্ম প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক জামিরুল ইসলাম তিনি বলেন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি একটা নতুন ধারার রাজনীতিক দল অসময়ের সাধারণ জনগণের বন্ধু জামিরুল ইসলাম আরো বলেন ইয়াছির আখতার ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমাদের হাতকে শক্তিশালী করতে আসুন দলে দলে যোগ দিন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টিতে আমাদের সহ যোগী সংগঠন বাংলাদেশ ছাত্র নাগরিক আন্দোলন পার্টি,বাংলাদেশ যুব নাগরিক আন্দোলন পার্টি,বাংলাদেশ শ্রমিক নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ সেচ্ছাসেবক নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ কৃষক নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ সাংবাদিক ফোরাম আন্দোলন পার্টি,আসুন আমাদের দলকে শক্তি শালি করতে দলে দলে যোগ দিন যারা আমাদের দলে যুক্ত হতে চান তারা ফেসবুকে টাইপ করুন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টিন আসুন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টিকে ক্ষমতায় এনে দিন বাংলাদেশ ইসলামীক ভাবে পরিচালনা করা হবে সংসদে পাশ করা হবে নাামাজের সময় সকল প্রকার কাজ বন্ধ করতে হবে না করলে জরিমানা এবং জেল।
তেলের দাম কমানো হবে চালের দাম কমানো হবে রাস্তা ঘাট হবে পাকা স্কুলের নামে চাদাবাজী হবে বন্ধ সরকারী স্কুল গুলোতে হবে লেখা পড়ার মান উন্নয় ইয়াছির আখতার ভাইয়ের আশা গরব সোনার বাংলা আসুন সকলে মিলিয়া করি কাজ গরব আমরা সোনার বাংলা।আমি বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি সকল জেলার উপজেলার নেতাদের বলতে চাই আসুন সকলে জেগে উঠি ইয়াছির আখতার জিন্দাবাদ, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি জিন্দাবাদ