নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এর মৃত্যুতে চেয়ারম্যান আমিনুর রহমানের শোক প্রকাশ।যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বিষহরি খালপাড়ার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭২)গতকাল দিবাগত রাত আনুমানিক রাত ১ টার দিকে যশোর কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহ —– রাজীউন)। আজ (২৮ শে নভেম্বর) রবিবার বাদ জহুর মরহুমের নিজ বাড়িতে পুলিশের গার্ড অফ অনার ও জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অত্র ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুর রহমান।