মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ রবিবার ( ২৮ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সৌহার্দ্য-৷৷৷ কর্মসূচি, কেয়ার বাংলাদেশ ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এনডিবির সহযোগিতায় ইউএসএআইডি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ৷এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার।
সভার শুরুতে গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা ও শিশুসহ সাধারণ জনগনের পুষ্টি প্রাপ্যতা নিশ্চিতকল্পে গৃহীত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল কাদের ৷ সভায় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার শামিম জাহিদ তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার, শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি ডাক্তার ডাঃ জান্নাতী,চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নজির মিয়া,মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আশরাফুল ইসলাম, ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সৌহার্দ্যর টেকনিক্যাল মোছাঃ রুবিয়া আক্তার,কডিনেটর মোঃ রায়হান, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ সহ অনেকে।