মোঃ ইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের চিলমারীতে রমনা ইয়াং স্পোর্টস একাডেমি ফুটবল প্রীমিয়ারলীগের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত। ফাইনাল খেলায় পদ্মা ফুটবল একাদশ ০১ গোলে জয় লাভ করেন। গতকাল বিকাল ৩ ঘটিকায় চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে, চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে। রমনা ইয়াং স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ফাইনাল ম্যাচে, অংশ গ্রহন করেন, মেঘনা ফুটবল একাদশ বনাম পদ্মা ফুটবল একাদশের মাঝে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর। পদ্মা একাদশ ০১ গোল ও মেঘনা একাদশ ০১ গোল করে সমান সমান হয়,পরে ট্রাইব্রেকারে ০১ গোলে জয় লাভ করেন, পদ্মা ফুট একাদশ।