হাসান সাদী,নাগরপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় ধাপের (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টির মধ্যে ছয়টি আওয়ামী লীগ প্রার্থী ও পাঁচটি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং রাত সারে ১২টার পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরশেদ আলী বেসরকারী ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল নিশ্চিত করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যানরা হলেন- নাগরপুর সদরে কুদরত আলী, সলিমাবাদে শাহিদুল ইসলাম অপু, বেকড়ায় শওকত হোসেন, গয়হাটায় শেখ সামসুল হক, মামুদনগরে শেখ জজ কামাল এবং মোকনা ইউপিতে শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ধুবড়িয়ায় শফিকুল ইসলাম খান শাকিল (আনারস), ভাদ্রায় শওকত আলী (ফ্যান), সহবতপুরে তোফায়েল হোসেন মোল্লা (ঘোড়া), দপ্তিয়রে ফিরোজ সিদ্দিকী (আনারস) এবং পাকুটিয়া ইউপিতে সিদ্দিকুর রহমান (আনারস) নির্বাচিত হয়েছেন।