মোঃ মোশাররফ হোসেন মনির
( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা প্রান কেন্দ্র ঐতিহ্যবাহী রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল শিক্ষক তাপস কুমার মন্ডল (স্যার) গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হ্যার্ট অ্যাটাক জনিত কারণে পরলোক গমন করেন।
তিনি গতকাল দুপুর ২.৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয় স্বজন, হাজার হাজার ছাত্র ছাত্রী ও গুনগ্রাজী রেখে গেছেন।
রায়েন্দা পাইলট হাই স্কুলের এস এস সি ২০০৪ সালের ব্যাচের ছাত্র,বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার জেনারেল ম্যানেজার মোঃ মেহেদী হাসান জুয়েল বলেন স্যার আমাকে খুব ভালো বাসতেন।ঢাকা দায়রা জজ আদালতেরএ্যাডভোকেট মোঃ শামীম হাসান বলেন স্যার আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা গভীর শোকহত।
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী এস এম মনজুরুল আসাদ ও জিয়াউল তালুকদার বলেন আমরা একজন গুনী মানুষ কে হারালাম স্যার আমাদের কে শাসন করলে আমরা কখনো রাগ করতাম না।মেরিন ইঞ্জিনিয়ার সোয়াইভ ও সুমন বলেন স্যার আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমাদের একটা ক্ষতি হয়ে গেল স্যারের কি ভাবে শূন্যস্থান পূরন হবে।
এবং মাহবুব আলম, তন্ময় শাহা, লাবনী আক্তার, জুয়েল, রানা তালুকদার, মোশাররফ হোসেন মনির, এরশাদ তালুকদার, সোহেল তালুকদার, নার্গিস আক্তার, নাসির, তসলিম রেজা শিবাপ,
মিঠু, আল-আমীন, সবুজ তালুকদার সহ- অনেক ছাত্র ছাত্রীরা তাপস কুমার স্যারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা কান্নায় ভেঙ্গে পড়েন।
রায়েন্দা পাইলট হাই স্কুলের এস এস সি ২০০৪ সালের ব্যাচের সকল ছাত্র ছাত্রীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও তার পরিবার কে সমবেদনা জানিয়েছেন।