হাইরে মাননড়ার নদী
এক সময় ছিলো তোমার অদিক জল,
গবিরতায় দিয়েছো নদী তুমি মাঠে ঘাটে অনেক পানি ,
সেকথা বলে আমার নানী।
নদী তোমারই বুকের মাজে আসতো আগে
পাকুটিয়ার বাবুরা গয়নার নৌকা নিয়া,
নৌকার পাল উরিয়া বাবু বসিয়ে থাকতো নদীর দিকে দৃিষ্টি দিয়া ।
সে কথা বলে আজ ময়নার মার গল্পে
অল্পে অল্পে মাননড়ার নদী তুমি
হয়া রইছো মরা খাল।