ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধিঃসাদিকুর রহমান জনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স (বার অ্যাট ল’) সফল ভাবে সম্পন্ন করেন। সম্প্রতি তাকে আনুষ্ঠানিকভাবে লন্ডনের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন্ থেকে ব্যারিস্টার ডিগ্রির সনদ প্রদান করা হয়।
এছাড়া, বিরোধ নিষ্পত্তিকরণ এর উপর ইংল্যান্ডে ট্রেনিং কোর্স সম্পন্ন করার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা এডিআর-ওডিআর ইন্টারন্যাশনাল কর্তৃক “এক্রিডিটেড সিভিল-কমার্শিয়াল মেডিয়েটর” উপাধি অর্জন করেন।
এছাড়াও, ২০১৭ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি (সম্মান) ডিগ্রি এবং ২০১৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে এলএলএম (কমার্শিয়াল ল’) (স্নাতকোত্তর) ডিগ্রি সাফল্যের সাথে অর্জন করেন।জনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃশফি উদ্দিন এর নাতি এবং বর্তমানে সাভারের জালেশ্বরে বসবাসরত জনাব মো. মিনাছ উদ্দিন এর মেঝ ছেলে।
সম্প্রতি ব্যারিস্টার সাদিকুর রহমান জনি’র সাথে যোগাযোগ করলে তিনি সাভার এবং টাঙ্গাইল অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং নিজেকে দেশের আইন অঙ্গনে মানুষের কল্যাণে নিয়োজিত করার মনোভাব প্রকাশ করেন।